বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

Jagorone Jay Bibhabori lyrics | জাগরণে যায় বিভাবরী গানের কথা

Song : Jagorone Jay Bibhabori 
       জাগরণে যায় বিভাবরী
Singer : Rabindra Sangeet



জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি
মরি মরি..।

যার লাগি ফিরি একা একা-
আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি....।

বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়া ভরা বেদনাতে....

বারি-ছলোছলো আঁখি পাতে
ছায়া দোলে তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি.....।

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন