শুক্রবার, ৩০ জুন, ২০১৭

Tumi Je Amar Kobita Lyrics


Tumi Je Amar Kobita  Lyrics



তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।

তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।

 

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

Mayabon Biharini Horini Lyric । মায়াবন বিহারীনি হরিনী গানের কথা


                Mayabon Biharini Horini Song  Lyric

Rabindra Sangeet


মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারিণী

কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি

থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাশরীর সুরেতে ।

পরশ করিব ওর প্রাণমন – অকারণ
মায়াবন বিহারীনি

চমকিবে ফাগুনেরও পবণে
পশিবে আকাশবাণী শ্রবণে ।।

চিত্ত আকুল হবে অনুক্ষন – অকারণ
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব ।

বাঁধনবিহীন সে যে বাঁধন – অকারণ
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারিণী

কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি....। 

Purano Se Diner Kotha Vulbi Ki re Hay Lyric। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় গানের কথা


Purano Se Diner Kotha Vulbi Ki re Hay Lyric

Rabindra Sangeet



পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়....।

আয় আর একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়....।

মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়....।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়....।

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়....।

Amar O Porano Jaha Chay Lyric । আমার ও পরান ও যাহা চায়

Amar O Porano Jaha Chay Lyric 

আমার ও পরান ও যাহা চায়

Rabindra Sangeet





আমার ও পরান ও যাহা চায়
তুমি তাই , তুমি তাই গো
আমার ও পরান ও যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো
আমার ও পরান ও যাহা চায়

তুমি সুখ ও যদি নাহি পাও
যাও সুখের ও সন্ধানে যাও …(২ বার)

আমি তোমারে পেয়েছি হৃদয় ও মাঝে
আর ও কিছু নাহি চায় গো ও

আমার ও পরান ও যাহা চায়
তুমি তাই তুমি তাই গো
আমার ও পরান ও যাহা চায়

আমি তোমার ও বিরহে
রহিব বিলীন ও
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস ও , দীর্ঘ রজনি
দীর্ঘ বরস ও মাস … (২ বার)

যদি আর ও কারে ভালবাসো
যদি আর ও ফিরে নাহি আসো … (২ বার)
তবে তুমি যাহা চাও
তাই যেন ও পাও
আমি যত ও দুঃখ পাই গো

আমার ও পরান ও যাহা চায়
তুমি তাই তুমি তাই গো
আমার ও পরান ও যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো
আমার ও পরান ও যাহা চায়

Jete Jete Akla Lyric । যেতে যেতে একলা পথে গানের কথা ।


Jete Jete Akla Lyric । যেতে যেতে একলা পথে গানের কথা ।

Rabindra Sangeet

 


যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার
ঝড়কে পেলেম সাথি......॥ 

আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি......॥

যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।

বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে...। 
কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি...॥

Gram Sara Oi Ranga Matir Poth Lyric । গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ গানের কথা


Song : Gram Sara Oi Ranga Matir Poth

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ গানের কথা 

Rabindra Sangeet, 



গ্রামছাড়া ওই রাঙা মাটির পথআমার মন ভুলায় রে.....।

ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরেমরি হায় হায় রে.....।

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে–

কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে......।

Jagorone Jay Bibhabori lyrics | জাগরণে যায় বিভাবরী গানের কথা

Song : Jagorone Jay Bibhabori 
       জাগরণে যায় বিভাবরী
Singer : Rabindra Sangeet



জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি
মরি মরি..।

যার লাগি ফিরি একা একা-
আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি....।

বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়া ভরা বেদনাতে....

বারি-ছলোছলো আঁখি পাতে
ছায়া দোলে তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি.....।

Aji Jhoro Jhoro Mukhoro Lyric | আজি ঝরো ঝরো মুখর গানের কথা


Song : Aji Jhoro Jhoro Mukhoro
Singer : Rabindranath
Type : Romantic Song





আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন
যে মন লাগে না ॥
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত
মেঘে মন চায়
মন চায় ওই বলাকার
পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার
খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে…

Valobeshe Sokhi Nivrite Jotone Lyric | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে



Valobeshe Sokhi Nivrite Jotone |  ভালোবেসে, সখী, নিভৃতে যতনে 


ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে.....।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে......।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে...।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে....।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে....।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে...।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে....।

You Can Contact Us By Email
















Kothao Amar Hariye Jawar ( কোথাও আমার হারিয়ে যাওয়ার) | Rabindra Sangeet

Rabindra Sangeet

Title : কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

By রবীন্দ্রনাথ ঠাকুর 





কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।

তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার

পথ ভুলে যাই দূর পারে সেই চুপ-কথার

পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।

সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।

সাত সাগরের ফেনায় ফেনায় মিশে

আমি যাই ভেসে দূর দিশে

পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে ।।

Chera Shopno ( ছেঁড়া স্বপ্ন ) By Aurthohin Lyrics



Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1










পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি 
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ



নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ



পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ



মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ



চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ



তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ



পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প



পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি



পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ



চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ



তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ



চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ



তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ



চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে



পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

Eto Kosto ( এত কষ্ট ) By James

Title : Eto Kosto (এত কষ্ট)
Artist : James (জেমস)
MovieWarning (ওয়ার্নিং)

Download Eto Kosto


এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

Bolte Bolte Cholte Cholte Lyrics ( বলতে বলতে চলতে চলতে ) By Imran

Title : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)
Artist : Imran (ইমরান)
Album : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)

Download Bolte Bolte Cholte Cholte


 

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে,
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।


মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

Hridoyo Pinjirar Posha Pakhi হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি Song Lyrics


আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে



আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
রক্ত জবার মত তোমার মুখ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।