বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

Kothao Amar Hariye Jawar ( কোথাও আমার হারিয়ে যাওয়ার) | Rabindra Sangeet

Rabindra Sangeet

Title : কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

By রবীন্দ্রনাথ ঠাকুর 





কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।

তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার

পথ ভুলে যাই দূর পারে সেই চুপ-কথার

পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।

সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।

সাত সাগরের ফেনায় ফেনায় মিশে

আমি যাই ভেসে দূর দিশে

পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে ।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন